বান্দরবানে বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা মাদক ব্যবসায়ী’ নিহত

আলোকিত প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সাথে মিয়ানমারের মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম (২৫) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১-এর বাসিন্দা ওবায়দুল হকের ছেলে।

তিনি মিয়ানমার থেকে মাদক পাচারকারী দলের সাথে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে আসছিলেন।

ঘটনাস্থল থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট, দুই নলা একটি বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোলাগুলিতে বিজিবির দুই সদস্যও আহত হয়েছেন। তাদেরকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও খবর