সরকারি হাসপাতালে প্রাইভেট রোগী দেখবেন চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসকরা যে সরকারি হাসপাতালে চাকরি করছেন, তারা ওই হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করবেন। আগামী ১ মার্চ থেকে পাইলট কর্মসূচির মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে।
রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু হলে রোগীরা বেশি সেবা পাবেন। চিকিৎসকদের এ বিষয়ে আরও সুযোগ-সুবিধা দেওয়া হবে।
তিনি বলেন, হাসপাতালে প্র্যাকটিসের পর যদি কেউ চান বাইরেও প্র্যাকটিস করতে পারবেন। ১ মার্চ থেকে ৫০টি উপজেলা, ২০টি জেলা এবং পাঁচটি মেডিকেল কলেজে এই সেবা শুরু হবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের দুর্বল জায়গা হল উপজেলা হাসপাতালগুলো। এগুলোতে প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি দেওয়া হবে।