বাংলাকে বিকৃত করে ইংরেজি বলার প্রবণতা বন্ধ করা উচিত : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাকে বিকৃত করে ইংরেজি বলাকে কেউ কেউ বেশি গৌরবের মনে করেন। এ প্রবণতা বন্ধ করা উচিত।
তিনি বলেন, আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশের, বিভিন্ন ধরনের ভাষা শিখুক তা চাই। কিন্তু ভাষার বিকৃতি আমি চাই না। বাংলা ভাষার বিকৃতি রোধে দেশবাসীকে সচেতন হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, নতুন একটা স্টাইল চালু হয়েছে। বাংলা ভাষাকে ভুলে যাওয়াই যেন গুণের কাজ। ইংরেজি মিডিয়ামে না পড়ালে যেন ইজ্জতই থাকে না। আমি অনেককে জিজ্ঞাসা করে দেখেছি, আসলে কয়টা ইংরেজি মিডিয়ামের ছেলে লেভেলে ভাল করে।
রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রবিবার বিকেলে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।