ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক : জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থাটির শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত মনোনীত হলেন।
এর আগে ২০১৩ সালে অলরাউন্ডার সাকিব আল হাসান ইউনিসেফের শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছিলেন।
২০০৫ সালে শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন।
ইউনিসেফের সূত্র জানায়, মাশরাফি বাংলাদেশে শিশুদের অধিকারে কাজ করবেন। যেখানে ৩০ লাখের বেশি শিশু বস্তিতে বেড়ে উঠছে।