গাজীপুরের বাউপাড়া বিটে বনভূমিতে ফাউন্ডেশন বাড়ি!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের বাউপাড়া বিটে বনভূমিতে ফাউন্ডেশন বাড়ি গড়ে উঠছে।
জাতীয় উদ্যান রেঞ্জের নান্দুয়াইন এলাকার চুতুরিয়াপাড়ায় অবাধে চলছে এ তৎপরতা।
সরেজমিনে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মূল্যবান বনভূমি বেদখল হচ্ছে। এ নিয়ে বন কর্মকর্তাদের কোন মাথাব্যথা নেই।
ইতিপূর্বে মিজানুর রহমানের কাছ থেকে দুই গন্ডা জমি কিনেন ঢাকার জনৈক শাওন। পরে তিন তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ শুরু হয়।
জমিটি বন বিভাগের নামে গেজেটভুক্ত। মিজান ঠিকাদারির দায়িত্ব নিয়ে এরই মধ্যে ছাদ ঢালাইসহ নিচ তলার কাজ সম্পন্ন করেছেন।
বিষয়টি নিয়ে গত বছরের ১১ সেপ্টেম্বর আলোকিত নিউজ ডটকমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর সাবেক বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম ব্যবস্থা নেওয়ার নামে কালক্ষেপণ করে তা চাপা দেন।
একই পাড়ায় বনভূমিতে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল। ইতিমধ্যে ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।
তার বাড়ির পাশে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছেন আবদুল মান্নান। বাড়িটির ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে।
এ ছাড়া ভাড়া দেওয়ার উদ্দেশে সাইজুদ্দিন ও মুদি ব্যবসায়ী আফিজ উদ্দিনের দুটি নতুন বাড়ির কাজ চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিট অফিস ম্যানেজ করে বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। বনমালি কাশেম ও নজরুল তা তদারকি করছেন।
এ ব্যাপারে বিট কর্মকর্তা আজাদুল কবির আলোকিত নিউজকে বলেন, আমি নতুন এসেছি। এখন পর্যন্ত অনেক জায়গা চিনি না। সেখানে গিয়ে দেখব।