গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমাতে বকেয়া সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ
আলোকিত প্রতিবেদক : সরকারি-বেসরকারি পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে ভর্তুকি কমিয়ে আনতে তিনি এ নির্দেশ দেন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, কিছু ক্ষেত্রে ভর্তুকির অপব্যবহার হয়। অনেকে ভর্তুকির সুবিধা পান না। এটা অন্যায্য।
বৈঠক সূত্র জানায়, বর্তমানে বিদ্যুতের বকেয়া বিল প্রায় নয় হাজার কোটি টাকা ও গ্যাসের বকেয়া বিল ছয় হাজার ৩৬৫ কোটি টাকা।