গাজীপুরে ৪০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে প্রায় ৪০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার তিতাস গ্যাসের গাজীপুর কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ খানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আদালত এ সময় মহানগরীর বাঘলবাড়ী এলাকার সালনা রোডে দুই কিলোমিটার পাইপলাইনের এক কিলোমিটার সংযোগস্থল অপসারণ করেন।
এতে প্রায় ৩০০ বাড়ির ৬০০ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়।
পরে আদালত পলাশটেক ও দক্ষিণ সালনা এলাকার দেড় কিলোমিটার পাইপলাইনের সংযোগস্থল অপসারণ করেন।
এতে প্রায় ১০০ বাড়ির ৩০০ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়।
আদালত অভিযানকালে এক গ্রাহককে এক হাজার টাকা জরিমানা করেন। খবর পেয়ে বাকিরা পালিয়ে যায়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।