মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘অঙ্গহীন’

অঙ্গহীন
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

অঙ্গহীন দেলু মিয়া
হাত দুটো তার অর্ধকাটা
তবুও সে কর্ম করে
ভয় করে না অঙ্গহীনে।
ত্রুটিযুক্ত জীবন নিয়ে
বেঁচে থাকার জন্য যুদ্ধ করে
ষোল কোটি মানুষের ভিড়ে।
মানুষগুলো কত নিষ্ঠুর এই সমাজে
ব্যঙ্গ করে বলছে তাদের
বাবা-মায়ের পাপের ফসল
জন্ম হয়েছে অঙ্গহীনে।
মিথ্যা ব্যঙ্গ করছ কেন
শিশুরা সব জন্ম নেয়
নিষ্পাপ হয়ে মায়ের কোলে।
প্রসূতিকালে মায়ের যত্ন না করলে
গর্ভ ক্রটি-ভ্রুণের ক্ষতি মিলিয়ে
অঙ্গহীন সন্তান হয় মায়ের কোলে।
আজব কিছু এই ধরণিতে
দেখ না একটু পিছে
তুমি যখন জন্ম নিলে
সে দিন যদি জন্ম নিতে অঙ্গহীনে।
ভাব একবার একটু থেমে
শিশু হতে কৈশোর পর্যন্ত
তুমিও ছিলে অসহায়ের মাঝে।
ধীরে ধীরে সবল হলে ভুবনে
একটু ভাব কত দিন থাকবে সবল
যৌবন শেষে যাবে তুমি বৃদ্ধবনে।

অসহায়ত্ব যে দিন করবে গ্রাস
সে দিন তুমি অঙ্গহীন হয়ে পড়বে

সমাজ তোমায় অঙ্গহীন বলবে।
এই সমাজে আছে হাজারো অঙ্গহীন
তাদের দিকে একটু হাত বাড়াও
তারাও বাঁচবে যুদ্ধ করে।

আরও খবর