‘জাতির পিতার জন্মদিনে উন্নয়নশীল দেশের সুসংবাদ’

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৭ মার্চ ছিল জাতির পিতার ৯৯তম জন্মদিন। ওই দিন আমরা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুসংবাদ পাই।

তিনি বলেন, ২০১৫ সালে বিশ্বব্যাংক আমাদের নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দেয়। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের সনদ পেল।

প্রধানমন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে কটাক্ষ করেছে। কিন্তু আজকে আমরা তাদের কাতারে ওঠে এসেছি। এ অর্জন আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি উজ্জ্বল করবে।

তিনি আরও বলেন, এই যাত্রাপথ যেন থেমে না যায়। আমরা তো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা যে নিজের পায়ে দাঁড়াতে পারি, সেটা তো আজকে প্রমাণ করেছি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের স্বীকৃতি উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও খবর