গাজীপুরে করোনা ঠেকাতে ওয়ার্ডভিত্তিক ৬৩ কমিটি করলেন মেয়র

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে ওয়ার্ডভিত্তিক ৬৩টি কমিটি গঠন করা হয়েছে।

রবিবার নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মেয়র বলেন, করোনা ভাইরাস শনাক্তের জন্য সিঙ্গাপুর থেকে কিছু কিট আনা হয়েছে। আজও ১০ হাজার কিট অর্ডার করেছি।

তিনি বলেন, গাজীপুরে ২২ লাখের মত পোশাক শ্রমিক রয়েছে। কোন শ্রমিক প্রাথমিকভাবে জ্বর-ঠান্ডায় আক্রান্ত হলে তাকে যেন ছুটি দেওয়া হয়।

মেয়র আরও বলেন, কমিটিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কাজ করবে। পোশাক শ্রমিকদের অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন জিএমপি কমিশনার আনোয়ার হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খলিলুর রহমান প্রমুখ।

আরও খবর