এ দেশের ছেলে-মেয়েরা সবচেয়ে মেধাবী : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি মনে করেন, এ দেশের ছেলে-মেয়েরা সবচেয়ে মেধাবী। কিন্তু তাদের বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। আমাদের কাজ সুযোগ সৃষ্টি করে দেওয়া। আমরা তা করে দিচ্ছি।

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগী ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এরাই বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল।

অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তারা একেকটা সোনার টুকরো ছেলে-মেয়ে তৈরি করছেন। স্বাধীন দেশের দায়িত্বভার গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়ন নিশ্চিত করতে সোনার ছেলে-মেয়ে চেয়েছিলেন। আজকের এই ছেলে-মেয়েরা সোনার ছেলে-মেয়ে হিসেবে দেশটাকে গড়ে তুলবে।