রাজশাহীতে এইচএসসির খাতা দেখছেন শিক্ষার্থীরা!
আলোকিত প্রতিবেদক : রাজশাহীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা শিক্ষার্থীদের দিয়ে দেখানো হচ্ছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল থেকে ১০০টি খাতা উদ্ধার করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।
খাতাগুলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের।
বোর্ড সূত্র জানায়, শিক্ষক আবুল কালাম খাতাগুলো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষার্থীকে দেখার জন্য দিয়েছিলেন। ওই শিক্ষার্থী খাতাগুলো তার এক ছাত্রী বন্ধুকে দেন। ওই ছাত্রী মন্নুজান হলের একজন শিক্ষার্থীকে দেখতে দেন। সেখান থেকেই খাতাগুলো উদ্ধার করা হয়।