স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২ হাজার ৪১ টাকা

আলোকিত প্রতিবেদক : দেশে ১৫ দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিপ্রতি দুই হাজার ৪১ টাকা বেড়েছে।

এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ভরিপ্রতি ৭৩ হাজার ৪৮৩ টাকা।

নতুন দাম রবিবার থেকে কার্যকর হবে বলে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দাম বৃদ্ধির আগে শুক্রবার পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৭১ হাজার ৪৪২ টাকা ছিল।

গত বছরের আগস্টে স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ অর্থাৎ ভরিতে ৭৭ হাজার ২১৬ টাকা হয়েছিল।

আরও খবর