পবিত্র শবে কদর গুনাহ ক্ষমার রাত্র
ধর্ম ডেস্ক : মহান আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মযাদাপূর্ণ রাত্রিতে। আর মযাদাপূর্ণ রাত্রি সমন্ধে তুমি কি জান? মযাদাপূর্ণ রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম।
পবিত্র শবে কদরের তাৎপর্য সম্পর্কে তিনি বলেন, এই রাত্রিতে ফেরেশতাগণ ও রুহ প্রত্যেক কাজে অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাত্রে ঈমানসহ সওয়াবের আশায় নামাজ পড়ে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
সূত্র : বুখারি ও মুসলিম শরিফ।