কাপাসিয়ায় গরুর পেটে পাইপ দিয়ে পানি, ব্যবসায়ীকে জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় পাইপ দিয়ে পানি পান করিয়ে পশুকে মোটাতাজা দেখানোর দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা মঙ্গলবার আমরাইদ গরু-মহিষের হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত আবুল বাশার (৪৮) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের আবদুল আহাদের ছেলে।
আদালত সূত্র জানায়, ওই ব্যবসায়ী পশুর ঘাড় গাছের সাথে বেঁধে গলায় পাইপ দিয়ে পানি ঢুকিয়ে দেন। এতে পেট ফুলে গরু ও মহিষ মোটাতাজা দেখা যায়।
এভাবে জোরপূর্বক পানি পান করিয়ে মোটাতাজা দেখানো ক্রেতার সাথে প্রতারণা। অভিযুক্তকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।