অবৈধ পথে বিদেশে যাওয়া ভয়ানক মরণযাত্রা : আইজিপি

আলোকিত প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন, ২০২০ সালের মে মাসে লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে ২৬ জন বাংলাদেশি মারা যান। আহত হন ১২ জন।

তিনি বলেন, ওই ঘটনায় ২৬টি হত্যা মামলাসহ ২৬৫ জনের বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতার হয় ৫৬ জন।

শুক্রবার শরীয়তপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মতবিনিময় সভায় অবৈধ অভিবাসন বিষয়ে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, শরীয়তপুর থেকে অনেকে অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। এটি একটি ভয়ানক মরণযাত্রা।

বেনজীর আহমেদ আরও বলেন, কেন ১৫-২০ লাখ টাকা খরচ করে এভাবে যেতে হবে? ইউরোপে তো কেউ প্রাসাদ বানিয়ে বসে নেই।

জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব আখতার হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা প্রমুখ।

আরও খবর