৩০০ ছবিতে অভিনয় করেছেন নায়করাজ
আলোকিত প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আবদুর রাজ্জাক (৭৬) সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বাংলা চলচ্চিত্রকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই নায়করাজের জন্ম ভারতের কলকাতার টালিগঞ্জে।
কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় তার অভিনয় জীবন শুরু।
সরস্বতী পূজার সময় মঞ্চ নাটকে অভিনয়ের জন্য গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন।
শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ চরিত্রে অভিনয় করে বেশ সাড়া পান তিনি।
রাজ্জাক স্বাধীনের আগে অর্থাৎ ১৯৬৪ সালে বাংলাদেশে পাড়ি জমান।
প্রথম দিকে তিনি তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ধারাবাহিক নাটক ঘরোয়ায় অভিনয় করে দর্শকপ্রিয় হন।
নানা প্রতিকূলতা পেরিয়ে ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু তার ঢালিউড যাত্রা।
পরে ‘বেহুলা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে সদর্পে আবির্ভাব ঘটে রাজ্জাকের।
তিনি প্রায় ৩০০ বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
‘নায়করাজ’ খেতাব অর্জনের পাশাপাশি পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এ ছাড়া জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেছেন।