চীনের মত ভালো বন্ধু পেয়ে আমরা সৌভাগ্যবান : পররাষ্ট্রমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : চীনের সিনোফার্মের করোনার টিকা বাংলাদেশে উৎপাদনের জন্য ১৬ আগস্ট ইনসেপ্টার সাথে চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ফাঁকে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে একান্ত সাক্ষাৎকার দেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

সিনহুয়ার শনিবারের প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বজুড়ে পর্যাপ্ত পরিমাণে টিকা বিতরণ করা। এটা খুব দুঃখজনক যে অনেক ধনী দেশ বিপুল পরিমাণ টিকা মজুত করেছে।

তিনি বলেন, তারা সেগুলো দরিদ্র দেশগুলোকে দিচ্ছে না। টিকা হওয়া উচিত জনগণের সম্পদ এবং তা বৈষম্যহীনভাবে সব দেশে বিতরণ করা উচিত।

মন্ত্রী বলেন, এই মহামারির শুরুর দিকে চীন যখন নিজেরা বিপদে ছিল, তখন দেশটিতে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশ। পরে বাংলাদেশ যখন সমস্যায় পড়েছে, তখন চীন সহায়তার হাত বাড়িয়েছে।

তিনি আরও বলেন, আমরা খুবই সৌভাগ্যবান। আমাদের চীনের মত ভালো একটি বন্ধু আছে।

আরও খবর