ভবানীপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাপ আর নেই
মেহেদী হাসান সবুজ : গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ শেখ গোলাপ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের বড় ছেলে ইমতিয়াজ আহসান শেখ রনি আলোকিত নিউজকে জানান, তাদের বাবা এক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অসুস্থতা বাড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জানাজা নামাজ শেষে আহসান উল্লাহ শেখ গোলাপকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সরকার, মিজানুর রহমান মাস্টার, বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু, টঙ্গী কমিউনিটি ক্লিনিকের পরিচালক ডা. নাজিম উদ্দিন, ইউপি মেম্বার বাবুল আহমেদ প্রমুখ।