গাজীপুরে ৬ কোটি টাকার বনভূমিতে সান পাওয়ারের গোডাউন!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ছয় কোটি টাকা মূল্যের বনভূমিতে গোডাউন নির্মাণ করছে সান পাওয়ার সিরামিকস।
রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটের বেগমপুর হোতাপাড়া এলাকায় প্রকাশ্যে ঘটছে এ ঘটনা।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে সান পাওয়ার সিরামিকস অবস্থিত। কারখানাটির মালিক তাইওয়ানের নাগরিক চেন ইয়াং ফু। তাদের বিরুদ্ধে আগে থেকেই বনদস্যুতার অভিযোগ রয়েছে।
চলতি বছরের প্রথম দিকে তারা কারখানা সম্প্রসারণের কাজে হাত দেন। উত্তর পাশে তিন বিঘার অধিক বনভূমিতে শুরু হয় গোডাউন নির্মাণ।
এরই মধ্যে পাকা স্থাপনা ও ছাউনির কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলছে দ্রুত গতিতে। গত সাত মাসেও তাদেরকে কোন বাধার মুখে পড়তে হয়নি।
সান পাওয়ার সিরামিকসের কাছে অর্থাৎ মহাসড়কের পূর্ব পাশে বিট অফিস। বিট কর্মকর্তাসহ অন্যদের মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করা হয়েছে বলে অভিযোগ।
অনুসন্ধানে জানা যায়, নতুন দখলীয় জমির এসএ দাগ নম্বর ৪৩২। এটি বন বিভাগের নামে গেজেটভুক্ত। এর বর্তমান বাজারমূল্য অন্তত ছয় কোটি টাকা।
৪৩২ নম্বর দাগের জমি নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। বন্ধ রয়েছে খাজনা-খারিজ। তাদের কারও ডিমারকেশনও নেই।
ওই জমি আগে স্থানীয় খোরশেদ আলম মাস্টার গংয়ের ভোগদখলে ছিল। গত বছরের শেষ দিকে প্রথমে প্রায় সাড়ে চার কোটি টাকায় ৮৮ শতাংশ কিনে নেন মিস্টার ফু।
খোরশেদ আলম আলোকিত নিউজকে জানান, তারা চারজন মিলে জমি বিক্রি করেছেন। এর মধ্যে তার ২২ শতাংশ, মেয়ে ঝরনার ২১ শতাংশ, হাসনা হেনার ১০ শতাংশ ও ছেলে হুমায়ুনের মেয়ে হাসিনার ৩৫ শতাংশ। কারখানার উত্তরা অফিসে বসে কৌশলে দলিলও করা হয়েছে।
এরপর তার কাছ থেকে আরও ১৫ শতাংশ জমি নেওয়া হয়। তবে টাকা না দেওয়ায় এখনো দলিল করা হয়নি।
এ ব্যাপারে সান পাওয়ার সিরামিকসে যোগাযোগ করলে কেউ কথা বলতে রাজি হননি।
জানতে চাইলে বিট কর্মকর্তা নূর মোহাম্মদ আলোকিত নিউজকে বলেন, তিনি এ রকম কোন ঘটনা জানেন না। তার আগে হয়ে থাকতে পারে।