গাজীপুরের হোতাপাড়ায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ

মেহেদী হাসান সবুজ : গাজীপুরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলার হোতাপাড়া এলাকায় গাজীপুর আদিবাসী সম্মিলিত পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে কবি সাহান সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সুরেন্দ্র চন্দ্র বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মনিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুশীন্দ্র চন্দ্র বর্মন, শিক্ষক সুধাংশু দেবনাথ, জয়নাল আবেদীন জসিম, মনিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুশীন্দ্র চন্দ্র বর্মন, শিক্ষক সুধাংশু দেবনাথ, জয়নাল আবেদীন জসিম, বর্মন ছাত্র পরিষদের নেতা অনিক বর্মন, প্রসেনজিৎ বর্মন, দীপ্তি রানী, প্রবীর চন্দ্র বর্মন, অরুণ চন্দ্র বর্মন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা সোহাগ মাহমুদ, সাংবাদিক ফরিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কুমিল্লায় শুধু ইকবাল নয়, একটি স্বার্থান্বেষী মহল সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এসব ঘটনার দ্রুত বিচার করতে হবে।

আরও খবর