সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে কটাক্ষকারী কবি রিক্তার হোসেনের গ্রেফতার দাবি
সিরাজগঞ্জ প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষকারী কবি রিক্তার হোসেনের গ্রেফতার দাবিতে সিরাজগঞ্জে প্রতিবাদ সভা করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে জেলা কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, মোস্তফা কামাল খান, জাসদ নেতা কমরেড আবদুল হাই তালুকদার, ডেপুটি কমান্ডার গাজী আশরাফুল ইসলাম চৌধুরী, সদর উপজেলার ডেপুটি কমান্ডার আবদুল মজিদ, শাহজাদপুর উপজেলার ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, সহকারী কমান্ডার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্য সচিব মামুন-অর-রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, সিরাজগঞ্জ ন্যাশনাল প্রি-ক্যাডেট ইনস্টিটিউটের অধ্যক্ষ ও রাজাকারপুত্র কবি রিক্তার হোসেনের সম্পাদনায় ‘স্বাধীনতা মৃত্যুশয্যায় শায়িত’ কবিতার বইয়ে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করা হয়েছে।
আমরা বিষয়টির তীব্র প্রতিবাদ জানাই এবং সাংবাদিকদের মাধ্যমে তাকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে কবি রিক্তার হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কবিতার মাধ্যমে কারও অনুভূতিতে আঘাত করিনি। এটি ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়।