শ্রীপুরে শিশু হত্যায় একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে শিশু নাজমীন হত্যার দায়ে একজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
নিহত নাজমীন (৭) উপজেলার আক্তারপাড়া এলাকার আক্কাছ আলীর মেয়ে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া (৩৪) উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকার হাসমত আলী ওরফে হাশেমের ছেলে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়া সদরের ভাটকান্দি এলাকার রহিমের ছেলে রবিউল ইসলাম (২১) ও শেরপুরের ঝিনাইগাতীর দীঘিরপাড় এলাকার মোস্তফার ছেলে মোজাফফর (২০)।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রায়ে একই সাথে ফাঁসির দণ্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, নাজমীন চকপাড়ায় নানার বাড়িতে থেকে স্কুলে পড়ত। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী করিমকে ফাঁসাতে রিপন ২০১৫ সালের ২৯ অক্টোবর গভীর রাতে ভাগ্নি নাজমীনকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন।
এ ঘটনায় নাজমীনের মা আছমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে তদন্তকারী কমকর্তা এসআই খন্দকার আমিনুর রহমান নেপথ্য ঘটনা উদঘাটন করে আদালতে চার্জশিট দাখিল করেন। তাতে এজাহারভুক্ত তিন আসামির সবাই অব্যাহতি পান।