গাজীপুরে শাল কপিচ প্লট বরাদ্দের নামে বাণিজ্য
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে সংরক্ষিত শাল কপিচ প্লট বরাদ্দের নামে বাণিজ্যের অভিযোগ উঠেছে।
ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের দরগারচালা ও বানিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটছে।
খোঁজ নিয়ে জানা যায়, বিট অফিস শাল কপিচ ব্যবস্থাপনার প্লট বরাদ্দের জন্য তালিকা করছে। এর উদ্দেশ্য হিসেবে বনভূমি সংরক্ষণে ভূমিহীন লোকজনকে সম্পৃক্ত করার কথা বলা হচ্ছে। অংশীদারি চুক্তিতে প্রতি উপকারভোগীকে এক একর করে দেওয়া হবে।
কিন্তু এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এ তালিকায় স্থান পাচ্ছেন। তারা ভূমিহীন সেজে নিজেদের নাম লেখাচ্ছেন। কয়েকজন অনুমোদনের আগেই সীমানা দিয়ে গাছপালা ছাঁটাই শুরু করেছেন।
এলাকাবাসী আলোকিত নিউজকে জানান, দরগারচালার মৃত আবদুল গফুর মেম্বারের ছেলে ১২ জন। তারা আর্থিকভাবে সচ্ছল। তাদের মধ্যে তাজউদ্দিন, নুরু, টুকু, আতা ও হৃদয়কে প্লট দেওয়া হচ্ছে।
তালিকায় সচ্ছলদের মধ্যে আরও আছেন গফুর মেম্বারের নাতি আশরাফুল, মিলন, আমিন এবং মৃত আবদুল বারেকের ছেলে ওসমান ও বাতেন।
তারা আরও জানান, প্লট বরাদ্দে ৩০-৪০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। কেউ কেউ বিট অফিসে যোগাযোগ করছেন। আবার কেউ কেউ দালাল ধরেছেন। ফলে ভূমিহীনরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
জানতে চাইলে তাজউদ্দিন আলোকিত নিউজকে বলেন, আমি প্লট নিছি না। ভাই-ভাতিজারা নিছে শুনছি।
বিট অফিসের টাকা নেওয়া প্রসঙ্গে বলেন, টাকা নিছে শুনছি। কত নিছে বলতে পারছি না।
এলাকাবাসী বলছেন, টাকার বিনিময়ে প্লট গ্রহীতারা টাকা উঠানোর জন্য গাছ কাটতে পারেন। কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া জরুরি।
এ ব্যাপারে ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিন আলোকিত নিউজকে বলেন, প্লট এখনো দেইনি। টাকা কাকে দিচ্ছে, জানতে হবে।