৫০০ টাকার জন্য সরকারি কর্মচারী খুন!
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদায় ধারের ৫০০ টাকা না দেওয়ায় ইট দিয়ে মাথা থেঁতলে এক সরকারি কর্মচারীকে হত্যা করা হয়েছে।
নিহত কর্মচারীর নাম আশেক আলম (২৩)।
তিনি কৃষি মন্ত্রণালয়ের পিয়ন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দীতে।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
মুগদা থানার এসআই শাহ আলম সাংবাদিকদের জানান, আশেক আলম স্ত্রীসহ মুগদার উত্তর মান্ডার মধ্যপাড়ায় ভাড়া থাকতেন। তিনি কয়েক দিন আগে এলাকার মাসুমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। মাসুম তা ফেরত চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরপর মাসুম ইট দিয়ে আশেক আলমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তার মাথা থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।