সবচেয়ে বড় টেলিস্কোপ বানাচ্ছে চীন
ডেস্ক নিউজ : মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না, তা জানার জন্য বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ বানাচ্ছে চীন।
সংবাদ সংস্থা সিএনএনের অনলাইনে তা প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত মহাকাশ গবেষণা কেন্দ্র এই টেলিস্কোপ বানাচ্ছে। এটি মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে দেবে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।
টেলিস্কোপটির নির্মাণ কাজ শুরু হয় ২০১১ সালে। এটি মহাবিশ্বের ১০ লাখেরও বেশি তারা ও সৌরচক্র থেকে নির্গত রেডিও সিগন্যাল চিহ্নিত করতে সক্ষম। ২০১৬ সালে এর নির্মাণ কাজ শেষ হবে।