শ্রীপুরে কপির ভাল ফলনে কৃষকের মুখে হাসি
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : শীতকালের পুষ্টিকর সবজির মধ্যে অন্যতম হচ্ছে কপি।
এই কপি চাষ করে আশায় বুক বেঁধেছেন গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামের কৃষক সিরাজুল ইসলাম।
তিনি প্রায় ১৩ বছর ধরে কপি চাষ করছেন। এ বছর করেছেন প্রায় চার বিঘা জমিতে।
এতে রয়েছে ফুলকপি, বাঁধাকপি ও চায়না ফুলকপি। এর মধ্যে চায়না ফুলকপি বরকুল নামে পরিচিত।
এবার তার খরচ পড়েছে ৮০-৯০ হাজার টাকা। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে আয় হতে পারে দেড় থেকে দুই লাখ টাকা।
সিরাজুল ইসলাম আলোকিত নিউজকে জানান, তিনি ঢাকার সিদ্দিক বাজার থেকে সাড়ে সাত হাজার টাকার বীজ ক্রয় করেন। এ দিয়ে ফুলকপির আট হাজার, বাঁধাকপির চার হাজার ও বরকুলের দুই হাজার চারা রোপণ করেছেন।
কৃষক সিরাজুল ইসলাম আশা করছেন, কপি আগামী ১০-১৫ দিনের মধ্যে বাজারজাত করতে পারবেন। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি মণ ফুলকপির দাম দেড় হাজার থেকে দুই হাজার টাকা।
উপজেলার অন্যান্য এলাকার কৃষকরাও কপি বাজারজাত ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। বাজারে দাম ভাল থাকায় তাদের মুখেও হাসির ঝিলিক।
কপিগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে এখন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।