মুরাদের বিরুদ্ধে গাজীপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

আলোকিত প্রতিবেদক : অশ্লীল বক্তব্যের দায়ে পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গাজীপুরে মামলা হয়েছে।

বুধবার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ প্রিন্স বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলার অপর আসামি হলেন ইউটিউব টকশোর উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদ।

বাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান জানান, আদালত মামলার আবেদন আমলে নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী জানান, নাহিদ গত ১ ডিসেম্বর মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার নেন। সেখানে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী ও মানহানিকর ভাষা ব্যবহার করা হয়।

মুরাদ হাসান সংবিধান অনুযায়ী যে শপথ গ্রহণ করেছিলেন, তা নানা কর্মকাণ্ডের মাধ্যমে লঙ্ঘন করেছেন। তাই যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য মামলা করা হয়েছে।

আরও খবর