নওগাঁয় বনভোজনে মদপান : ৩ জনের মৃত্যু
নিউজ ডেস্ক : নওগাঁর বদলগাছীতে বনভোজনে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গুরুতর অসুস্থ হয়েছেন পাঁচজন।
মৃত ব্যক্তিরা হলেন : উপজেলার এনায়েতপুর গ্রামের সোলায়মান আলী (২৭), নওগাঁ সদরের নূরপুর গ্রামের হোসেন আলী (২৫) ও আবদুল মজিদ (৩০)।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এনায়েতপুর গ্রামে শুক্রবার রাতে আটজন মিলে এক বনভোজনের আয়োজন করেন। এতে মদপান করে তারা অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ওই তিনজন মারা যান।