কক্সবাজারে বায়ুবিদ্যুৎ কেন্দ্র ২০১৭ সালে
নিজস্ব প্রতিবেদক : ২০১৭ সালে কক্সবাজারে বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হবে।
এ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ৬০ মেগাওয়াট।
ডেনমার্কের কোম্পানি ভেস্টাস ইতিমধ্যে প্রয়োজনীয় উপাত্তও সংগ্রহ করেছে।
এ নিয়ে ডেনমার্কের শ্রমমন্ত্রী নিগার্ড লার্সেন বাংলাদেশ সফরে এসে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেছেন।
মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেনমার্কের মন্ত্রী বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের প্রশংসা করেছেন।
চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পায়রা সমুদ্রবন্দর নির্মাণেও ডেনমার্ক সহায়তা দেবে।
এরই মধ্যে ৬০টির বেশি ডেনিশ কোম্পানি বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে।