গাজীপুরের পূবাইলে টায়ার কারখানায় বিস্ফোরণ : ৫ শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর পূবাইলে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, ওই কারখানায় পুরনো টায়ার গলানোর কাজ করা হয়। বিকেলে হঠাৎ করে বয়লার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
আহতদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।