দুবাইয়ে মালিক পালিয়ে যাওয়ায় দুই শতাধিক বাংলাদেশি বিপাকে
দুবাই প্রতিনিধি : কোম্পানি বন্ধ করে মালিক পালিয়ে যাওয়ায় দেশে ফিরতে পারছেন না দুই শতাধিক বাংলাদেশি।
২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এয়ারপোর্ট ফ্রিজুনে হঠাৎ মালিক পক্ষ পালিয়ে যায়।
ঝালি ফ্যাশন, এল আরব, ওয়ার্ল্ড ট্রেড ও কটন প্লাসসহ কোম্পানিগুলোতে বিভিন্ন দেশের শ্রমিকরা কাজ করতেন।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনের ভিসা চালু থাকায় তারা বিভিন্ন কোম্পানিতে ভিসা স্থানান্তর করে চলে যান।
২০১২ সাল থেকে আরব আমিরাতে বাংলাদেশের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিকরা।
তারা জানান, তাদের কারও কারও পাসপোর্টের মেয়াদ নেই। এখন ভিসা না থাকায় পুলিশের কাছে ধরা দিয়ে জেল খাটতে হবে। নিজের টাকায় কিনতে হবে বিমানের টিকিট।
চট্টগ্রামের বিকাশ, রাজশাহীর ফারুক, মাদারীপুরের কাউসার ও চাঁদপুরের কাশেমসহ অন্যরা এ অবস্থা থেকে মুক্তি পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।