ট্রাম্পের হুঁশিয়ারিতে চিন্তিত ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা

শেখর বৈদ্য, কলকাতা : ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই সারা বিশ্ব এবং মার্কিনবাসীকে বার্তা দিয়েছেন, তিনি এক অন্য মার্কিন যুক্তরাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছেন। মার্কিনবাসীকে তাদের থেকে হারিয়ে যাওয়া চাকরি ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

তারপর তিনি সারা দুনিয়াকে বলেন ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’।

ট্রাম্পের এই হুঁশিয়ারি নীতি ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থার কপালে চিন্তার ভাঁজ তৈরি করেছে।

এদিকে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের সতর্ক মন্তব্য, আমেরিকার সাথে আগেও ভারতের সুসম্পর্ক বজায় ছিল, আগামী দিনেও থাকবে।

তিনি তথ্য দিয়ে বলেন, মার্কিন অর্থনীতির উন্নতিতে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর ৬০ শতাংশ অবদান রয়েছে। কিন্তু ট্রাম্পের এই বার্তায় কিছুটা হলেও অস্বস্তিতে ভারতীয় সংস্থাগুলো।