কালীগঞ্জে শামসুল দর্জি হত্যা মামলায় ৩ ভাইসহ ৪ জনের যাবজ্জীবন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে শামসুল দর্জি হত্যা মামলায় তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সোবহানের ছেলে মাসুদ, সানাউল্লাহ, নূরে আলম ওরফে ময়না ও তাদের ভগ্নিপতি বরিশালের কোতোয়ালি থানার আনোয়ার সিকদার।

আসামিদের মধ্যে মাসুদ, সানাউল্লাহ ও আনোয়ার পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৫ এপ্রিল বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে রামচন্দ্রপুরের শামসুল হক দর্জিকে বাড়ি থেকে ডেকে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে ও বুকে ছুরি মেরে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও খবর