৫৯ শতাংশ উপজেলা হাসপাতালে এক্স-রে ও ৭৩ শতাংশে ইসিজি হয় না
আলোকিত প্রতিবেদক : দেশের ৫৯ শতাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের এক্স-রে করা হয় না। সেখানে হয়তো এক্স-রে যন্ত্র নেই অথবা যন্ত্র থাকলেও তা নষ্ট।
এ ছাড়া ৪১ শতাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরিসঞ্চালন করা হয় না। ৬৩ শতাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার নেই।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের গবেষণায় এসব চিত্র ওঠে আসে।
সোমবার বিকেলে বিএসএমএমইউতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
গবেষক দলের প্রধান মো. খালেকুজ্জামান বলেন, বাংলাদেশের বড় সংখ্যক মানুষ স্বাস্থ্যসেবার জন্য জেলা ও উপজেলা হাসপাতালের ওপর নির্ভরশীল। এসব প্রতিষ্ঠানে সেবা দেওয়ার সময় চিকিৎসকরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বা সমস্যার মুখোমুখি হন।
গবেষণায় দেখা যায়, ১১ শতাংশ জেলা হাসপাতালে এক্স-রে ও ইসিজি পরিষেবা নেই। ৭৩ শতাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি করা হয় না। বিভিন্ন পদে প্রয়োজনীয় জনবলও নেই।
সমস্যার মধ্যে আরও রয়েছে প্রয়োজনের তুলনায় কম ও ছোট সেবাকক্ষ। পাশাপাশি অপরিচ্ছন্ন টয়লেট ও নিরাপদ পানির অভাব।