কাপাসিয়ার ভাকোয়াদীতে মনোজ্ঞ ইসলামী সংগীত

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ার ভাকোয়াদী ইসলামী পাঠাগারের ২০ বছর পূর্তি উপলক্ষে ইসলামী সংগীত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ভাকোয়াদী উচ্চ বিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জাগ্রত কবি মুহিব খানের পাশাপাশি সাংস্কৃতিক ফোরাম গুঞ্জন ও কণ্ঠধ্বনির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ও উপস্থাপক হাসান মাহমুদ।

প্রথম অধিবেশনে বড়সিট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হালিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আবদুল মান্নান।

অ্যাডভোকেট নাজিবুল হক শাহীনের উদ্বোধনে প্রধান আলোচক ছিলেন পাঠাগারের প্রধান উপদেষ্টা শায়খুল হাদিস বাহাউদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আশিকুর রহমান, ফেরদাউস আজাদ, আবদুল মুমিন খান, শাখাওয়াত হোসেন প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে তা’লীমুল মিল্লাত সেন্ট্রাল মাদ্রাসার উপদেষ্টা সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম।

জেলা ইউপি সচিব সমিতির সভাপতি হারুন অর রশীদের উদ্বোধনে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল হোসাইন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, শিক্ষক আবদুল হালিম, আমিনুল ইসলাম প্রমুখ।

রাত নয়টায় মঞ্চে ওঠেন মুহিব খান। তার জনপ্রিয় ইসলামী সংগীতের কণ্ঠে দর্শকরা উদ্দীপ্ত হন।

পাঠাগারের সভাপতি মাওলানা কবির হোসেন বলেন, পাঠাগার প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে বিশুদ্ধ কোরআন ও দ্বীন শিক্ষার আলো ছড়ানো।

আরও খবর