গাজীপুরে বন দখল করে রিসোর্টের সেই রাস্তা কেটে দিল বন বিভাগ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বনভূমি দখল করে তৈরি করা ইকো রিসোর্টের রাস্তা কেটে দিয়েছে বন বিভাগ।
বুধবার জাতীয় উদ্যানের পশ্চিম পাশে নির্মাণাধীন রিসোর্টের রাস্তাটি গভীর করে কেটে দেওয়া হয়।
এর আগে বিষয়টি নিয়ে গত ২১ ফেব্রুয়ারি আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে চলে তোলপাড়।
পরদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ সরেজমিনে তদন্ত করে সত্যতা পান।
বাউপাড়া বিট কর্মকর্তা মোনায়েম হোসেন আলোকিত নিউজকে বলেন, রিসোর্টের রাস্তা কেটে দেওয়া হয়েছে। বন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যমতে, রিসোর্টটির মালিক ঢাকার ব্যবসায়ী নজির আহম্মদ। তিনি রাস্তা না থাকলেও সাবেক বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকনের সহযোগিতায় ডিমারকেশন বাগিয়ে নেন।
ডিএফওর নির্দেশে ‘বনের কোন ধরনের ক্ষতি হবে না’ মর্মে প্রতিবেদন দাখিল করেন সাবেক বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম।
এরপর চলতি দায়িত্বে থাকা ডিএফও জাহিদুর রহমান মিয়ার আমলে জবর দখলকৃত রাস্তায় খুঁটি পুঁতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
তিনি দায়িত্ব হস্তান্তরের পর খুঁটি তুলে বনায়ন নিশ্চিহ্ন করা হলেও সাবেক বিট কর্মকর্তা আজাদুল কবির নীরব ভূমিকা পালন করেন।
আরও পড়ুন : গাজীপুরে বনের গাছ কেটে রিসোর্টের রাস্তা, খুঁটি তুলে বনায়ন নিশ্চিহ্ন