বিদ্যুৎ আমদানি ও ব্যান্ডউইথ রপ্তানি : বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উচ্চতা

আলোকিত প্রতিবেদক : ভারতের ত্রিপুরা ‍থেকে বিদ্যুৎ আমদানি ও বাংলাদেশ থেকে ইন্টারনেটের ব্যান্ডউইথ রপ্তানির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সে তা উদ্বোধন করেন।

এর মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও অগ্রসর হল।

উদ্বোধনের সাথে সাথেই ত্রিপুরা থেকে কুমিল্লা গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ আমদানি আমাদের জ্বালানির চাহিদা পূরণ করবে। বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রপ্তানি ত্রিপুরাসহ এ অঞ্চলের বিকাশে ভূমিকা রাখবে।

আরও খবর