গাজীপুরের ভবানীপুরে বালু ফেলে সরকারি পুকুর ভরাট!

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদরের ভবানীপুরে বালু ফেলে সরকারি জমির পুকুর ভরাট করা হচ্ছে।

এ ঘটনায় ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট অফিস একবার বাধা দিলেও সড়ক ও জনপথ নীরব ভূমিকা পালন করছে।

সরেজমিনে জানা যায়, ভবানীপুর বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ওই পুকুর। এর আয়তন দুই বিঘা। বয়স প্রায় ৩৫ বছর।

আগে তা ডোবা ছিল। পরে মহাসড়কের জন্য মাটি কাটা হলে পুকুর সৃষ্টি হয়। এর প্রায় এক বিঘা সিএন্ডবির। বাকি এক বিঘা ১৪০৫ নং দাগের গেজেটভুক্ত বনভূমি।

পুকুরটির ভোগদখলকার স্থানীয় আহাম্মদ আলী। তিনি মাছ চাষের জন্য প্রতিবেশী সাইফুল ইসলামকে তিন বছরের জন্য লিজ দিয়েছেন।

১৪০৫ নং দাগের জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। তবে সিএন্ডবির বিরুদ্ধে মামলা না থাকলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।

এরই মধ্যে আহাম্মদ আলীর প্রতিপক্ষ শহীদুল্লাহ ভূঁইয়া বালু ফেলে পুকুর ভরাট শুরু করেন। উত্তর দিক দিয়ে প্রায় পৌনে এক বিঘা ভরাট করা হয়েছে।

এলাকাবাসী আলোকিত নিউজকে জানান, তারা আগে পুকুরটিতে গোসল করতেন। বাজার মসজিদের মুসল্লিরা অজু করতেন। এটি সংরক্ষণ করা উচিত।

এ ব্যাপারে শহীদুল্লাহ ভূঁইয়ার সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ধরেননি।

বিট কর্মকর্তা নাসির উদ্দিন আলোকিত নিউজকে বলেন, এটা পুকুর নয়, ডোবা। বনের জমি কিছু আছে, বাকিটা সিএন্ডবির। বালু ফেলতে নিষেধ করেছি।

আহাম্মদ আলী আলোকিত নিউজকে জানান, বনের অংশের তিন শতাংশ ভরাট করা হয়েছে। ঘটনাটি তিনি সওজের নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছেন।

আরও খবর