কাপাসিয়ার তারাগঞ্জ কলেজে মনোমুগ্ধকর ক্রীড়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ার তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও গর্ভনিং বডির সভাপতি আশরাফুল আলম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের পরিচালক হাবীবুল্লাহ ডন।

বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক ও দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশীদ খান, উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, সাবেক অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমান খান, খন্দকার মো. নুরুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ বোরহান উদ্দিন আহমেদ ও হাফিজুর রহমান।

ক্রীড়া অনুষ্ঠান ও মঞ্চ পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামসুল হুদা লিটন।

যেমন খুশি তেমন সাজ ইভেন্টের একটি দৃশ্য

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চার প্রতি মনোযোগী হতে হবে। একজন শিক্ষার্থীর শরীর ও মন যদি ভাল না থাকে, তাহলে পড়ালেখা করতে পারবে না।

কাজী এরতেজা হাসান বলেন, নিজের মাতৃভূমিকে ভালবাসা হল ঈমানের অংশ। যার দেশের প্রতি ভালবাসা নেই, তার ঈমানের পূর্ণতা হবে না।

পরে প্রধান অতিথি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য একটি বাস উপহারের ঘোষণা দিয়ে সভাপতির হাতে চাবি তুলে দেন।

এর আগে অতিথিরা ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে লালগালিচা সংবর্ধনা দেন।

আরও খবর