শ্রীপুরে জনতার মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দিলেন এমপি সবুজ
সাদেক মিয়া, শ্রীপুর : জনতার মুখোমুখি অনুষ্ঠানে কথা শুনতে গিয়ে মঞ্চ থেকে নেমে জনতার সারিতে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিলেন সংসদ সদস্য।
সোমবার গাজীপুর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ শ্রীপুরের গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে জনতার মুখোমুখি হন।
তিনি বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্নজনের কথা শোনেন ও উত্তর দেন। দুই বছর দুই মাস ২২ দিনের মাথায় এ অনুষ্ঠানে প্রাপ্তি ও অপ্রাপ্তির নানা বিষয় ওঠে আসে।
ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম সরকার বলেন, তাদের ওয়ার্ডে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। সাংসদ তাৎক্ষণিক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
গাজীপুর গ্রামের কৃষক আবদুল গফুর এলাকার একটি রাস্তা সংস্কারের দাবি জানান। সাংসদ তা নোট করে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
আজিম উদ্দিন মন্ডল একটি মসজিদের সংস্কারে অনুদান দেওয়ার অনুরোধ করেন। সাংসদ বলেন, ইউনিয়নটিতে ৪৮টি সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়েছে। পরবর্তীতে একটি প্রতিষ্ঠানও বাদ যাবে না।
আজুগীরচালা গ্রামের আফছার উদ্দিন বলেন, সাংসদের মেয়াদকালে মেলার নামে জুয়া, যাত্রা, অশ্লীল নৃত্য সংবলিত কৃষ্টি-কালচার বিনষ্টকারী কোন কিছু হয়নি। যে সাংসদ কথা বলতে বলতে জনতার কাতারে নিজেকে হারিয়ে ফেলেন, এ রকম সাংসদ পেয়ে সত্যিকার অর্থেই আমরা গর্বিত।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।