তৃতীয় ধাপের নির্বাচনে বিচ্ছিন্ন ঘটনা খুবই কম : সিইসি

আলোকিত প্রতিবেদক : শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগের তুলনায় খুবই কম বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ।

৬১৪টি ইউপিতে ভোট গ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সিইসি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক ভোটারের ভোটদানের মধ্য দিয়ে তৃতীয় ধাপের ভোট হয়েছে। এ নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে তা আগের তুলনায় খুবই কম।

তিনি বলেন, তৃতীয় ধাপের ছয় হাজার ৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে বিধিবহির্ভূত হওয়ায় ২৪টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে।

আরও খবর