শ্রীপুরে ঝুটের আধিপত্য নিয়ে মহড়া : গ্রেফতার ২

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে মহড়াকালে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিকেল পাঁচটার দিকে পৌর এলাকার বহেরারচালা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন জালাল উদ্দিনের ছেলে সুমন (২৭) ও মৃত জাফরের ছেলে আজিজুল (৩৮)।

স্থানীয়রা জানান, গত চার দিন আগে এক্স সিরামিকস, ভিনটেক্স ও গোল্ডেন গ্রুপের পোশাক কারখানা এলাকায় হাজারো লোক মহড়া দেয়। এর জের ধরে রবিবার বিকেলে শতাধিক যুবক দা ও লাঠি নিয়ে মহড়া দেয়।

দুটি পক্ষের একটির নেতৃত্ব দেন সাবেক কাউন্সিলর আরিফ সরকার ও অপরটির নেতৃত্ব দেন বর্তমান কাউন্সিলর আমজাদ হোসেন।

এ ব্যাপারে আরিফ সরকার বলেন, তারা মৌখিকভাবে কারখানাগুলোর কাছ থেকে ঝুট ব্যবসার অনুমতি পেয়েছেন। এ খবর পেয়ে আমজাদ পক্ষ মহড়া দেয়।

আমজাদ হোসেন বলেন, ওই ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই।

শ্রীপুর থানার এসআই লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ধারালো দা ও টেঁটা উদ্ধার করা হয়েছে।

আরও খবর