মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘ধোঁয়া’

ধোঁয়া

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

মাঝে মাঝে বারুদের ঝাঁজালো গন্ধ চারদিকে
চমকে উঠি অ্যাটম বোমা ফুটেছে ধরণির বুকে
আহা কী যে মিছা কইতেছি মুখে
চেয়ে দেখি দিয়াশলাইয়ের বারুদের গন্ধ সবদিকে।
একটি ছেলের ঠোঁটে ধরা
সাদা কাগজে মোড়ানো তামাক কাঠি
কাঠির মাথায় জলন্ত আগুনের ফুলকি।
ধোঁয়া ধোঁয়া তামাক গন্ধ চারদিকে
ছুটে চলেছে মানুষের নাকে-মুখে
নেশার ধোঁয়ার বোমা ফুটে সবার নাকে।
কোলাহলে সবার পাশে নেশার দমে তামাক ফুঁকে
মরছে সে ধুঁকে ধুঁকে

নেশামুক্ত মানুষগুলোকে মারছে তারা সমাজ বুকে।
করছে নেশা সবার পাশে

উড়ছে ধোঁয়া চারদিকে
বেহুঁশ হয়ে মানুষগুলো ছুটছে নেশার দিকে।
বাতাসে আজ তামাক গন্ধ সবদিকে
নেশামুক্ত মানুষগুলোর সবাই আছে নেশার মুখে
অস্বস্তি আজ মুক্ত সমাজ বুকে।

আরও খবর