কাপাসিয়ার রায়েদে করোনার চিকিৎসায় আইসোলেশন সেন্টার চালু
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং সংসদ সদস্য সিমিন হোসেন রিমির প্রচেষ্টায় বুধবার তা চালু করা হয়।
আইসোলেশন সেন্টারটি রায়েদ ইউনিয়নের দরগা বাজার এলাকার মডিউল কমিউনিটি হাসপাতালে চালু করা হল।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রুহুল আমিন হাসপাতালটি নির্মাণ করেছেন।
উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্স, স্বাস্থ্য সহকারী, সিভিল সার্জন অফিসের কর্মচারী ও সাংবাদিকসহ করোনায় আক্রান্তের সংখ্যা অন্তত ৭০ জন। তাদের মধ্যে মারা গেছেন একজন।
এ অবস্থায় করোনা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ওই বেসরকারি হাসপাতালে আইসোলেশন সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়।
ডা. রুহুল আমিন বলেন, ৫০ শয্যার হাসপাতালটি এখনো উদ্বোধন করা হয়নি। তারপরও করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য বেছে নেওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম জানান, করোনা রোগীদের অ্যাম্বুলেন্সে করে নিজ নিজ বাড়ি থেকে আইসোলেশন সেন্টারে নিয়ে আসা হচ্ছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে।