২৮ এপ্রিলের পর খুলবে অফিস, চলবে গণপরিবহন

আলোকিত প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলা লকডাউন শিথিল হচ্ছে।

২৮ এপ্রিলের পর স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস ধীরে ধীরে খুলে দেওয়া হবে।

শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা বিধি-নিষেধ দিয়েছি। এই বিধি-নিষেধগুলো ২৮ তারিখের পরে শিথিল করা হবে।

গণপরিবহন চলবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হবে। কোনটা কীভাবে হবে, তা প্রজ্ঞাপন আকারে দিয়ে দেব।

তিনি আরও বলেন, আমরা চাইব শত ভাগ মানুষ মাস্ক পড়বে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এটা সম্ভব হলে আর কঠোরতার প্রয়োজন পড়বে না।

আরও খবর