দেশের মানুষ শান্তিতে আছে, দুই বেলা খেতে পারছে : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, প্রধানমন্ত্রিত্ব আমার কাছে কিছু না। আমি এতেই গর্ববোধ করি।

তিনি বলেন, আমি বাবার কাছ থেকে যা শিখেছি, তা করার চেষ্টা করে যাচ্ছি। আমি বাবা-মা-ভাইকে হারিয়েছে। বাংলার মানুষের মাঝেই আমি তাদের খুঁজে পাই।

শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণভবনে জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। দেশের মানুষ শান্তিতে আছে, দুই বেলা খেতে পারছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু করে দিয়েছি, রাস্তাঘাটের উন্নয়ন করেছি। এর ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। আগে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হত।

তিনি আরও বলেন, এবার আগের মত দিন-রাত মানুষকে রাস্তায় বসে থাকতে হয়নি। মানুষজন রাজধানীতে বসে না থেকে গ্রামে ঈদ উদযাপন করতে গেছে।

আরও খবর