মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘মায়ের আদর’
মায়ের আদর
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
ঘর হতে বের হয়ে
মন যে দিকে যায়
বাধাহীন তরুণ মনে
চারপাশে ঘুরে
বেলা শেষে এসেছি বাড়ি ফিরে।
অভিমানে মা রাগের সুরে
রান্নাঘর হতে বলছে
আসলে কেন ঘরে ফিরে?
আমি তখন চুপটি করে
থাকার ঘরে বিছানায় গিয়ে
শুয়ে আছি মুখটি ঢেকে।
কাজ শেষে রাগ ভুলে
মা আমার শিয়রের কাছে এসে
আদর করছে মাথায় হাত বুলিয়ে।
স্নেহের সুরে বলে যায়
খানা রেখেছি টেবিলে
তখন আমি চুপটি করে
খেয়ে শুয়ে পড়ি বিছানায় গিয়ে।
আজি মনে পড়ে মায়ের আদর
কর্মক্ষেত্রে এসে
আমি অনেক দূরে।