কাপাসিয়ায় নারী নির্যাতনকারীদের পক্ষে ৩ মেম্বার!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় নারী নির্যাতনের ঘটনা ধামাচাপার চেষ্টা ও আদালত অবমাননার অভিযোগে তিন ইউপি মেম্বারের বিরুদ্ধে মোকদ্দমা করা হয়েছে।
অভিযুক্তরা হলেন বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামের এনামুল হক রিপন, চরদুর্লভখাঁ গ্রামের সুমন মিয়া বেপারী ও বারিষাব বাজার এলাকার হাসনা হেনা।
অভিযোগে জানা যায়, গত বছরের ২ অক্টোবর সকালে বাড়িতে একা পেয়ে কুশদী গ্রামের ১৮ বছর বয়সী এক তরুণীকে নির্যাতন করেন তার চার প্রতিবেশী।
এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তালবাহানা করে আদালতে মামলা করার পরামর্শ দেয়।
পরে নির্যাতিতা মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের সহযোগিতায় গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
কিন্তু ঘটনার সুষ্ঠু তদন্ত না করেই আদালতে প্রতিবেদন দাখিল করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম তৌহিদুজ্জামান।
প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, সাতজন সাক্ষীর জবানবন্দিতে ঘটনার সত্যতা পাওয়া যায়। কিন্তু ওই মেম্বারদের লিখিত বয়ানে ঘটনা মিথ্যা প্রমাণিত হয়।
একই সাথে তিন মেম্বার মামলাটি খারিজ করে দেওয়ার জন্য আদালতের কাছে সুপারিশ করেন। যা আদালত অবমাননার শামিল বলে গণ্য।
বিষয়টি গত ২০ জুন আদালতের নজরে আনলে বিচারক পুরো ঘটনা পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বারিষাব ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।