গাজীপুরে বেতন না দিয়ে ২৩ শ্রমিককে বের করে দিল এসএসবি ফ্যাশন!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বেতন ও ওভারটাইম না দিয়ে ২৩ জন শ্রমিককে কারখানা থেকে বের করে দিয়েছে এসএসবি ফ্যাশন।
মহানগরীর কোনাবাড়ী বাজার এলাকার সোহাগ সুপার মার্কেটে অবস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা আলোকিত নিউজকে জানান, তারা এসএসবি ফ্যাশনে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। গত জুন মাস থেকে তাদের বেতন, ওভারটাইম, নাইট বিল ও টিফিন বিল বকেয়া রয়েছে।
এ অবস্থায় ২৩ জন শ্রমিক মিলে কারখানার মালিক পক্ষকে পাওনা পরিশোধের জন্য অনুরোধ জানালে উল্টো চাপ সৃষ্টি করা হয়।
কর্তৃপক্ষ তাদেরকে ন্যায্য পাওনা না দিয়ে টার্মিনেট করে কারখানা থেকে বের করে দেয়।
পরে তারা প্রতিকার চেয়ে গত ১৬ আগস্ট গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অপারেটর বিথিসহ কয়েকজন শ্রমিক বলেন, বেতন ও ওভারটাইম বকেয়া থাকায় তারা বাসা ভাড়া ও দোকানের বকেয়া পরিশোধ করতে পারছেন না। কাজ না থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন।